
সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি,
ফরিদপুরের সালথায় উৎপল সরকার হত্যা মামলায়, মোঃ রাজন মোল্লা (৩০) নামে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ৫ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে,
সালথা থানা পরিদর্শক(তদন্ত) কে,এম,মারুফ হাসান রাসেল বলেন, মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যার ঘটনায় শুক্রবার দিবাগত রাতে থানার একটি মামলা দায়ের করে তার পরিবার মামলার পর ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে সদর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে আসামী রাজান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে এবং তার হেফাজত হতে হত্যায় ব্যবহৃত ব্যাটারি চালিত অটো উদ্ধার করা হয়, প্রাথমিক জিজ্ঞাসা বাদে হত্যার ঘটনার সাথে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।