সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বিস্ফোরক সহ ৮ মামলা আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা ইসমাইল জবিউল্লাহ (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি গ্রামের মনি মোল্যার ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ইসমাইল জবিউল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে। এছাড়া তিনি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছিলেন বলে তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আলফাডাঙ্গা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।