সিরাজগঞ্জের তাড়াশে ছেলের ছুরির আঘাতে বাবার মৃত্যু
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ছেলের গরু জবাই করা ছুরির আঘাতে পিতা তোফাজ্জল মন্ডল (৪৫) নিহত হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান।এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সুগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে জমির মন্ডল ছেলে মোঃ তোফাজ্জল মন্ডল (৪৫) এর দুইজন স্ত্রী প্রথম স্ত্রী মোছাঃ রেজদা খাতুনের সঙ্গে মাঝেমধ্যে পারিবারিক কলহ ঝগড়া বিবাদ লেগেই থাকতো এর জের ধরে গত ০৭জুলাই তোফাজ্জল হোসেন তার স্ত্রী রেজদাকে মারধর করে এবং গরু জবাই করা ছুরি দিয়ে পায়ে আঘাত করলে পাশে থাকা ছেলে বাবু মন্ডল (১৮) গরু জবাই করা ছুরি দিয়ে তার বাবার পেটে আঘাত করলে গুরুতর অবস্থায় রাত্রিতেই পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় গতকাল ০৮ জুলাই তোফাজ্জল মন্ডলের মৃত্যু হয়।
বর্তমানে লাশ রাজশাহী মেডিকেল কলেজে আছে।ভিকটিমের ছেলে বাবু মণ্ডল পলাতক আছেন।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন এখুন পর্যন্ত থানায় কেউ অভিযোগ বা মামলা করে নাই। তবে ঘটনা শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।