এস এম আক্কাস আলী (আকাশ) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
র্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২ সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৪ জুন ২০২৩ খ্রিঃ দুপুর ১২.৩০ ঘটিকায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর নিউ রুপালী হোটেলের সামনে পাকা রাস্তার উপর রাজশাহী হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৩৮ (একশত আটত্রিশ) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের ৯,০০০/- (নয় হাজার) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রেজাউল করিম (৫২), পিতা-মৃত- মকবুল হোসেন, সাং- দিয়ার মানিকচর, পোঃ আসারীয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহী ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।