1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সিরাজগঞ্জে পৃথক স্থানে মাদক বিরোধী অভিযানে ১৬ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ ব্যবসায়ী আটক  

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

 

এস.এম আক্কাস আলী (আকাশ) জেলা প্রতিনিধি :

 

 

সিরাজগঞ্জে পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন।

 

আটককৃত মাদক কারবারিরা হলেন, বগুড়ার শিবগঞ্জ থানার দাইমুল্যা গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে শাফায়েত ফকির(৩৫), রংপুরের মিঠাপুকুর থানার বাহাদুরপুর গ্রামের মৃত ইমদাদুলের ছেলে জুয়েল মিয়া (৩০) এদের কাছ থেকে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

 

অপর দিকে, বগুড়া শিবগঞ্জ থানার সিহালী গ্রামের দিলবর ফকিরের ছেলে বাছেদ ফকির ওরফে আঃ বাছেদ (৩২), জয়পুরহাট জেলার কালাই থানার সমশিরা গ্রামের সুজাউল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৮) এদের কাছ থেকে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোষ্ট ডিউটি করাকালে শাফায়েত ফকির ও জুয়েল মিয়াকে ৮ হাজার পিচ ইয়াবা ট্যবলেটসহ একটি হলুদ রঙের ট্রাক আটক করা হয়েছে।

 

তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে সদর উপজেলার সদানন্দপুর মিয়াবাড়ী মার্কেটের সামনে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে বাছেদ ফকির ওরফে আঃ বাছেদ ও মিজানুর রহমানকে ৮ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ একটি হলুদ রঙের ট্রাক আটক করা হয়েছে।

 

পরে আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট