মাগুরা প্রতিনিধি:
সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও নির্বাচিত কাউন্সিলদের অধিকার হরণসহ তাদের সাথে দুর্বব্যবহারের হেতুবাদে মাগুরা সদর উপজেলার জগদল ইউপির চেয়ারম্যান মো: রফিকুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন জগদল ইউনিয়নের নির্বাচিত ৯ জন কাউন্সিলর। তারা সকলে এক বৈঠকে মিলিত হয়ে পবিত্র কুরআন শরীফ ছুঁয়ে এই শপথ গ্রহন করেছেন।
অচিরেই তারা আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব মন্ত্রী,সচিব,বিভাগীয় কমিশনার ও মাগুরা জেলা প্রশাসকের কাছে জমা দিবেন বলে জানিয়েছেন একাধিক কাউন্সিলর।
উল্লেখ্য যে এই চেয়ারম্যান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধি বিধান উপেক্ষা করে তার নিজের ইচ্ছাখুশি মত পরিষদ পরিচালনা করেন। নিয়মিত পরিষদের মাসিক সভা করেন না। এছাড়া পরিষদের রেজুলেশন ছাড়াই উন্নয়নের অর্থ পকেটস্থ করেন।
ভুয়া প্রকল্প দিয়ে টিআর,কাবিখা,কাবিটা ও থোক বরাদ্দের টাকা আত্মসাৎ করেন। ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের টাকাও নানা কৌশলে হাতিয়ে নিয়েছেন।
এ ছাড়া বিগত ইউপি নির্বাচনে তার টেলিফোনিক নির্দেশে এই ইউনিয়নে ৪ ব্যাক্তি মার্ডার হয় বলে গুঞ্জন আছে। সে মামলাও তিনি আসামী হচ্ছেন মর্মে আভাস পাওয়াগেছে। দীর্ঘদিন যাবৎ তিনি এভাবে পরিষদ পরিচালনা করায় নির্বাচিত ইউপি কাউন্সিলরগন তার ওপর খুব্ধ হয়ে অনাস্থা প্রস্তাবে এক একমত পোষন করেন।