দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ নং সুরমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে এক হৃদয়ছোঁয়া বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলমকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাকে মোহাম্মদ ওলি উল্লাহকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় ইউনিয়ন পরিষদ।
সোমবার (৪ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৯ নং সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ। অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী প্রশাসনিক কর্মকর্তাকে সামছুল আলমকে পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় পরিয়ে এবং শুভেচ্ছা স্মারক উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় পরিষদের চেয়ারম্যান তাঁর দক্ষতা, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সামছুল আলম ছিলেন একজন দায়িত্বশীল, সৎ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা। ইউনিয়নবাসী তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
পরে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা ওলি উল্লাহকে বরণ করে নেয় পরিষদের সদস্য ও কর্মকর্তারা। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর কাছে ইউনিয়নের চলমান উন্নয়ন ও নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সকলে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলম তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। নবাগত প্রশাসনিক কর্মকর্তা ওলি উল্লাহ বলেন, আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। সকলে যেন সহযোগিতা ও দোয়া অব্যাহত রাখেন।
অনুষ্ঠান শেষে এক আবেগঘন পরিবেশে বিদায়ী ও নবাগত সচিবকে কেন্দ্র করে অংশগ্রহণকারীরা তাঁদের সঙ্গে স্মারক ছবি তোলেন। দিনটি ইউনিয়ন পরিষদের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে যুক্ত হলো।