শাহারুখ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত। মর্ডান ডায়াগনস্টিক সেন্টার ও নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামের এ দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করে। গতকাল সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন সিজান ও সোনারগাঁ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম জানান, দুপুরে উপজেলার ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় রেজিস্ট্রেশন, সংরক্ষণ এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে সোনারগাঁ মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।