1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সোনারগাঁয়ে ছিনতাইয়ের কবলে পরে ১ জন নিহত, আরো ১ জনের অবস্থা আশঙ্কাজনক 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩৭৪ বার পড়া হয়েছে

 

শাহারুখ আহমেদ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরমান হোসেন রোহান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় তার ছোট ভাই মো. রিপন (২০) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তারা আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোহানের মৃত্যু হয়।

নিহত রোহান চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ঘাটা গ্রামের মো. হোসাইন মিয়ার ছেলে। রোহান মাইফুলা কবির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

 

তাদের প্রতিবেশী গোলাম মোস্তফা জানান, তিনি সোনারগাঁয়ের কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়া থাকেন। রোহান ও রিপন চাকরির জন্য গ্রাম থেকে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরের উদ্দেশ্যে রওনা হন। গতকাল মঙ্গলবার ভোরে তাদের রিসিভ করার কথা ছিল তার। ফজর নামাজের সময় কাঁচপুর নেমে দুই ভাই তাকে ফোন করেন। তখন তিনি বাসা থেকে বের হয়ে কাঁচপুর বাসট্যান্ডে গিয়ে তাদের দেখতে পাননি। তখন তাদের নম্বরে কল দিলে চিৎকার শুনতে পান। পাশে থাকা পুলিশের টহল টিমকে জানালে তাদের সহযোগিতায় পাশের একটি ব্রীজের ওপর দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন।

আহত রিপনের বরাত দিয়ে তিনি আরও জানান, বাস থেকে কাঁচপুর নামার পর কয়েকজন ছিনতাইকারী তাদের পাশের একটি ব্রীজে নিয়ে যায়। সেখানে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু বের করে দিতে বলে। তারা প্রতিবাদ করায় তখন ছিনতাইকারীরা দুজনেরই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে তাদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নিতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রোহানের মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। আহত রিপনের অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহতের খবর শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট