1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সোনারগাঁয়ে টেক্সটাইল মিলে দুঃসাহসিক চুরি, ক্ষয়ক্ষতির পরিমান ৪ কোটি

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় অবস্থিত ক্যান্টাকি টেক্সাইল মিলে প্রায় ৪ কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। চুরির বিষয়টি জানাজানির পর সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সোনারগাঁ থানা পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় অবস্থিত ফেইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্যান্টাকি টেক্সাইল মিলের জেনারেটর কক্ষে গত কয়েকদিন ধরে অধিক মূল্যের যন্ত্রাংশ চুরি হতে থাকে। এ কক্ষ থেকে হার্নেশ সহ ইএমসিপি, ইআইএসএম, সকল ইসিএম, ইগনেশন ট্রান্সফরমা, স্ট্যাটিং মটর, থ্রোটল ভাল্ব, বাইপাস ভাল্ব, ফুয়েল ম্যাটারিং ভাল্ব, সিডিভিআর/ইএম-১৫, পিএল, ইটিইসি, টার্বোয়ার্গ আইপিসি/মনিটর, কন্ট্রোল ব্যাটারী, ব্রীজ, পুশ রোড, রক্যার আর্ম শাফ্ট, রক্যার আর্ম শাফ্ট বোল্ট, ইঞ্জিন হার্নেশ পাওয়ার ক্যাবল, রক্যার আর্মসহ ৩ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে চুরির বিষয়টি জানতে পেরে সোনারগাঁ থানা পুলিশকে খবর দিলে সোনারগাঁ থানার পরিদর্শক অপারেশন মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।

ক্যান্টাকি টেক্সাইল মিলের এডমিন ম্যানেজার এটিএম শহিদুজ্জামান রবি বলেন, চুরির সঙ্গে মিলের কেউ জড়িত আছে কিনা যাচাই করা হচ্ছে। সিসি ফুটেজ পর্যবেক্ষণের জন্য প্রধান কার্যালয়ে অবগত করেছি। জেনারেটর যন্ত্রাংশের বিষয়ে দক্ষ কেউ এ চুরির সঙ্গে জড়িত। অভিজ্ঞ না হলে যন্ত্রাংশ কেউ সঠিক প্রক্রিয়ায় খুলতে পারবে না।
ক্যান্টাকি টেক্সাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম কাজল বলেন, চুরির বিষয়টি কয়েকদিন সময় ধরে করা হয়েছে। বুধবার সকালে মিলের সীমানা প্রাচীর সংলগ্ন জলাবদ্ধতায় মানুষের যাতায়তের চিহ্ন দেখে জেনারেটর কক্ষ পর্যবেক্ষন করে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি। এ কক্ষ থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের ২০ প্রকারের অধিক যন্ত্র চুরি করে নিয়ে গেছে। তবে চুরি যাওয়া যন্ত্রাংশ নতুন করে স্থাপন করতে গেলে পূর্বের তুলনায় দ্বিগুণ অর্থ খরচ করতে হবে। এ বিষয়ে থানা, বিজিএমইএ, বিকেএমইতে অভিযোগ জানানো হবে।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ক্যান্টাকি টেক্সাইল মিলের চুরির ঘটনায় এখনো অভিযোগ পায়নি। তবে চুরির ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে চুরির রহস্য উদঘাটন করে দোষীরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট