এম এইচ মুন্না!
ঢাকা, ১৬ মে:
সোশ্যাল মিডিয়ার বিতর্কিত কিছু কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে এবার আইনগত পদক্ষেপ নিচ্ছেন কনটেন্ট নির্মাতা ও সামাজিকভাবে সচেতন যুবক মোনায়েম হোসাইন মুন্না, যিনি ‘এম এইচ মুন্না’ নামে বেশি পরিচিত।
তিনি ঘোষণা দিয়েছেন যে, আগামী রবিবার (১৮ মে ২০২৫) তিনি হাইকোর্টে একটি জনস্বার্থমূলক রিট আবেদন দায়ের করবেন। তার অভিযোগ—কিছু সোশ্যাল মিডিয়া ‘তারকা’ নিজেদের ব্যক্তিগত সম্পর্ক ও বিবাদকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলক, অশালীন ও সমাজবিরোধী কনটেন্ট ছড়িয়ে দিচ্ছেন, যা সরাসরি তরুণ প্রজন্মকে নৈতিক ও মানসিকভাবে ধ্বংস করছে।
এম এইচ মুন্না বলেন,
"আমি নিজেও একজন কনটেন্ট নির্মাতা, কিন্তু আমরা এমন কিছু বানাই না যা সমাজকে খারাপ দিকে ঠেলে দেয়। কিন্তু আজকাল কিছু মানুষ জনপ্রিয়তার জন্য যেভাবে কনটেন্ট বানাচ্ছে—তা দেখে আর চুপ থাকা যায় না। তরুণ প্রজন্ম বিভ্রান্ত হচ্ছে, নৈতিকতা হারাচ্ছে। তাই এবার আদালতের শরণাপন্ন হচ্ছি।"
মামলার মূল দাবি:
সোশ্যাল মিডিয়ার কিছু নির্মাতার বিরুদ্ধে তদন্ত ও নজরদারি জোরদার করা।
অনৈতিক, কৃত্রিম সম্পর্ক নিয়ে প্রচারিত কনটেন্ট বন্ধ করা।
ডিজিটাল নিরাপত্তা আইন ও শিশু-কিশোর সুরক্ষা আইনের প্রয়োগ নিশ্চিত করা।
এম এইচ মুন্না আরও বলেন, "জনস্বার্থে এই মামলা আমি করছি। আমি চাই, সবাই আমার পাশে থাকুন—তাহলে আমরা একটি সুন্দর ও সুস্থ সামাজিক পরিবেশ ফিরিয়ে আনতে পারবো ডিজিটাল দুনিয়ায়।"
এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই মুন্নার এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন।