1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

স্বপ্ন পূরণে বাঁধা বিদ্যুৎ কেড়ে নিলো রেখা খাতুনের শেষ সম্বল দুইটি গাভী

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৩৮৩ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
আজ বেলা ১০টা ৩০ মিনিটের সময় আরাপপুর খাজুরা পূর্বপাড়া নিবাসী মোঃ আবুল কাসেমের বাড়ি বিদ্যুতের মিটারের তার লিক হয়ে টিনের ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে, ঘরে থাকা দুটি গাভীর শরীরের সাথে সংযোগ হলে গাভী দুটি মারা যায়, গাভী দুইটির আনুমানিক মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা, একটি গাভী কিছুদিন হলো একটি এঁড়ে বাছুর প্রসব করেছে,আর একটি গাভীর পেটে বাচ্চা,মোঃ আবুল কাসেম ঢাকা শহরে একটি কাঠের দোকানে কাজ করার সুবাদে তার স্ত্রী রেখা খাতুন গরু দুটি লালন পালন করতেন,অভাবের সংসারে একমাত্র সম্বল ছিল গাভী দুটি, স্বপ্ন দেখে ছিলেন দুধ বিক্রি করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করবেন,টিনের বেড়া বাদ দিয়ে ইটের পাকা বাড়ি বানাবেন তা আর হলো না, রেখা খাতুন বলেন আমাদের গ্রামের আলাউদ্দিন, পিতা ওয়াহেদ বিশ্বাস মাঠের মধ্যে বাড়ি করে, তার বাড়ি বিদ্যুতের পোল থেকে দূরে হওয়ায় আমার বাড়ির বেড়ার সাথে মিটার বসিয়ে লম্বা তারের সাহায্যে তার বাড়ি বিদ্যুৎ ব্যবহার করে, রেখা খাতুন বলেন তোমার মিটারের তারে ঘষা লেগে ফুটো হয়ে গিয়েছে তুমি তার ঠিক করো তা না হলে আমার বড় ক্ষতি হয়ে যেতে পারে, আলাউদ্দিন তার কথায় কোন কর্নপাত না করায় সর্বশেষ ঘটল এই মর্মান্তিক ঘটনা, রেখা খাতুনের চিৎকারে প্রতিবেশী আক্তার বাঁশ দিয়ে বেড়িয়ে মিটারের কাটআউট ও বিদ্যুতের সংযোগ বিছিন্ন করেন তবে তার আগে ঘটনা যা ঘটে গেছে, রেখা সমাজের মাতুব্বর ও গন্যমান্য মানুষের কাছে বিচার ও সাহায্য চেয়েছেন, এই খবর প্রকাশিত হবার আগ মহুর্ত পর্যন্ত গরু দুটি মাটি চাপা দেওয়ার প্রস্তুতি চলছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট