সুমন খান:
নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ৭ নং গুয়রেখা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান অটো রিক্সার প্রতীক পেয়ে নির্বাচনীয় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এলাকার শতভাগ তার পক্ষে নির্বাচন করে সেই নির্বাচন প্রতিহিংসার কারণে
তার প্রতিদ্বন্দ্বী ফারজানা আক্তার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনীয় প্রচার-প্রচারণা চালাচ্ছেন নৌকা প্রতীকের ক্যাডার বাহিনীরা রাতের আধারে সন্ধ্যা বেলায় লাঠিচুটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিটিং ও গণসংযোগ করার সময় হুমকি মূলক বক্তব্য রাখেন এবং স্বতন্ত্র প্রার্থী কর্মীদের ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন নৌকা প্রতীক কর্মীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,
রবিবার দিন বিকাল ৬ ঘটিকায় চাঁদ কাঠিতে স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা মার্কার প্রচার-প্রচারণা ও মিটিং শেষে মিজানুর রহমান মিজান ও তার কর্মীরা আনুমানিক রাত ৮ ঘটিকার দিকে লেগুনাজগে বাড়ি ফেরার পথে বাটনা তলায় নৌকা মার্কার ক্যাম্পের সামনে থেকে আসার সময় লেগুনা অবরুদ্ধ করে গাড়ি থেকে টেনে হ্যাচরে নামিয়ে তাদের সবাইকে লাঠি দিয়ে মারপিট করে, নৌকা প্রতীক ফারজানা আক্তারের স্বামী পলাশ বাহিনীর ক্যাডাররা এতে স্বতন্ত্র প্রার্থীর ৮ জন কর্মী আহাত হয়। এদিকে লেগুনায় গাড়ির চালক ক্যামেরার সামনে বলেন অটো রিস্কা মার্কা আমাদের উপর হামলা করেছে, এখানে অভিযোগ উঠেছে ড্রাইভারকে নৌকার প্রার্থীরা হুমকি দিয়ে তাদেরকে ক্যামেরার সামনে মিথ্যা ফুটেজ দেন, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীর কাছে সে আবার বলেন নৌকার প্রতীকরা আমাদেরকে হামলা করেছেন এই নিয়ে চলছে আতঙ্ক বিরাজ করছে। একটি সময় অটো রিক্সা প্রতীক কর্মীরা রাস্তা অবরোধ করে বসে পুলিশ প্রটেকশন আমাদেরকে না দিলে ,আমরা নিজ নিজ বাড়িতে যেতে পারবো না। সে দার বাড়ি কোথায় পুলিশের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যান।
এ ঘটনাটি ঘটে পাটিকেল বাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মজিবর এর সামনে তিনি ঘটনার সময় নীরব ভূমিকা পালন করে বলে সাংবাদিকদের জানায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা।
এর মধ্যে গুরুতর আহত হয় সাগর ফকির নামে একজন তাকে স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর যখন হওয়ায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এবিষয়ে স্বরূপকাঠি থানায় স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান অভিযোগ করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফির্সাস ইনচার্জ অভিযোগ না নিয়ে তিনি বলেন আপনি নির্বাচনী অফিসে অভিযোগ করেন তারপর আমরা দেখবো।