মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি
গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ও উপজেলা তথ্য অফিসের আয়োজনে খাগড়াছড়ির রামগড়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৯শে মে সোমবার সকাল ১১ টায় রামগড় পরিষদ মিলনায়তন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মানস চন্দ্র দাস এর সভাপতিত্ব ও তথ্য অফিসের ঘোষক সেলিম মিয়ার সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার,রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃসাদ্দাম হোসেন, মহিলা বিষয়ক অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজুর রহমান,আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম (আজাদ) প্রমূখ।
রামগড় উপজেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথি বৃন্দ।
এছাড়াও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের সংরক্ষিত মহিরা সদস্য ও পৌর-কমিশনার কনিকা বড়ুয়া,শিক্ষা অফিসার আবু ইউসুফ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ।