ইয়াছিন শরীফ অনিক,
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী বিএনপি জামায়াতের চলা টানা হরতাল ও অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ।
৬ নভেম্বর সকাল ১১ টায় হরতাল অবরোধ প্রতিহত করতে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেন জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শামসুদ্দীন জেহান, নোয়াখালী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ভুঁইয়া, জেলা ছাত্রলীগ নেতা কায়সার হামিদ রকি, রুবায়েত রহমান আরাফাত সহ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা বলেন, বিএনপি জামাত অবৈধ হরতাল অবরোধ দিয়ে দেশে জ্বালাও পোড়াও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এসব নৈরাজ্য ঠেকাতে জেলা আওয়ামী লীগ সব সময় প্রস্তুত রয়েছে।
অবস্থান কর্মসূচির পর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়।
এর আগে সকাল থেকে নোয়াখালী জেলা শহরজুড়ে পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও টহল দিতে দেখা যায়। তবে নোয়াখালীতে ছোট যানবাহন গুলো চললেও দূর পাল্লার কোন গাড়ি ছেড়ে যেতে দেখা যায়নি।