মোঃ রবিউল ইসলাম,
হরিপুর ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন
সংবাদ প্রতিবেদন (নতুন ভাষায়):
ঠাকুরগাঁওয়ের হরিপুরে হরিপুর ব্লাড ডোনার্স সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পকে ঘিরে দিনব্যাপী নানা কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার, ১৬ নভেম্বর ২০২৫ তারিখে যাদুরানী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রক্তদানের গুরুত্ব সমাজের সকল শ্রেণির মানুষের সামনে তুলে ধরা এবং শিক্ষার্থীদের মানবিক কাজে সম্পৃক্ত করাই ছিল ক্যাম্পের প্রধান উদ্দেশ্য। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ডক্টরস পয়েন্ট ডায়াগনষ্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মজিবর ডিলার সুপার মার্কেট, হাসপাতাল গেট, হরিপুর, ঠাকুরগাঁও।
দিনব্যাপী আয়োজনে ব্লাড গ্রুপ নির্ণয়ের পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান, বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, ১০০ মিটার দৌড় এবং বুদ্ধি পরীক্ষা। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রতিটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে।
কর্মসূচির প্রধান অতিথি ছিলেন যাদুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ সুলতান। তিনি শিক্ষার্থীদের সামাজিক ও মানবিক কাজে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন।
হরিপুর ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি মোঃ হাসানুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ নয়ন ইসলামসহ সংগঠনের সদস্যরা সফলভাবে পুরো আয়োজন পরিচালনা করেন।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মোছাঃ সাদিয়া আক্তার এবং বুদ্ধি পরীক্ষায় প্রথম হন মোছাঃ হাবিবা আক্তার। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়নকে এগিয়ে নিতে এমন আয়োজনকে স্থানীয়রা সাধুবাদ জানান।
আপনি কি এটাকে আরও সংক্ষিপ্ত সংস্করণ, ফেসবুক পোস্ট, নাকি আকর্ষণীয় সংবাদ গ্রাফিক ক্যাপশন হিসেবে চান? জানালে করে দেব।