মাসুদ হোসেন খান :
শনিবার (২০ আগষ্ট ২০২২) সকালে মাদারীপুর জেলার নবগঠিত ডাসার উপজেলায় নব নিযুক্ত প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা, শারমিন ইয়াছমিনের আমন্ত্রনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি বলেন - ১৯৭৫ সালের ১৫ আগস্ট ১০ বছরের ছোট্ট শিশু শেখ রাসেলকে নির্মম নির্দয় ভাবে হত্যা সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নীল নকশা করেছিলো জিয়াউর রহমান।
ডাসার উপজেলা গঠনের পর প্রথমবারের মতো মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ এমপি ডাসার উপজেলা কার্যালয়ের সামনে পৌছালে সেখানে অপেক্ষমান উপজেলা নির্বাহী অফিসার তাকে ফলের শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ডাসার থানা অফিসার ইনচার্জ হাসানুজ্জামান, কালকিনি উপজেলা চেয়ারম্যান, মীর গোলাম ফারুক, কালকিনি থানা অফিসার ইনচার্জ শামিম হোসেন, পৌর মেয়ার এস এম হানিফ, ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , ভাসাই কাজি, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, এডভোকেট জাকির হোসেন খান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, সাইদুল ইসলাম, বালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, ইশতিয়াক হোসেন খান তুষার, কাজী বাকাই, নবগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সহ ডাসার উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।