ভ্রাম্যমান প্রতিনিধি : প্রসেন্দ্র বৈদ্য(রনি)
শ্রীমঙ্গল উপজেলার, ভূনবীর ইউনিয়নের, ভূনবীর গ্রামের কৃতি সন্তান, ভীমশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূর্ণিমা রানী পাল ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিনয় ভূষন দেবের পুত্র অর্ণিবান দেব (বাপ্পি) ৪৪ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ২য় স্থান অর্জন করে সহকারী সার্জন পদে সুপারিশ প্রাপ্ত হয়েছে।
অর্ণিবানের শিক্ষাজীবন শুরু হয় শ্রীমঙ্গল বিটিআরআই হাইস্কুল থেকে, এই স্কুল থেকে সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। শ্রীমঙ্গল দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে। এরপর ভর্তি হন দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজে, যেখান থেকে তিনি সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
অর্ণিবানের এই অসাধারণ অর্জনে গর্বিত তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, এলাকাবাসী এবং সমগ্র মৌলভীবাজার জেলা । তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে।
অভিনন্দন ও শুভকামনা অর্ণিবান দেবক।