1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

৪ পুলিশকে আহত  ও বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতার এবং ফাঁসির দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন- বিক্ষোভ মিছিল।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর লোহালিয়ায় দুধর্ষ  সন্ত্রাসী ধর্ষনসহ একাধিক সন্ত্রাসী মামলার আসামী সোহাগ মাঝি গং কর্তৃক  সশস্ত্র হামলা করে ইউনিয়ন বিএনপি নেতা মফিজুল মৃধাকে হত্যার চেষ্টায় রক্তাক্ত জখম  এবং ৪ জন পুলিশ আহত ঘটনার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার এবং ফাঁসির দাবীতে শত শত নারী- পুরুষের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় পালপাড়া বাজারে মানববন্ধন বিক্ষোভ সমাবেশে দুধর্ষ সন্ত্রাসী ধর্ষন সহ একাধিক মামলার আসামী সোহাগ মাঝিকেসহ ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক  শাস্তি ফাঁসি দাবী করে বক্তব্য রাখেন ভিকটিম মফিজুল মৃধার বৃদ্ধ মাতা আকলিমা বেগম, বোন সোনিয়া আক্তার, লোহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জুলকার, লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল হোসেন মৃধা, সাধারন সম্পাদক আঃ ছালাম সিকদার, প্রচার সম্পাদক এ্যাডভোকেট বশির মৃধা,  সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম সিকদার, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ  আলাউদ্দিন খান, ইউপি সদস্য আলতাফ হোসেন মৃধা, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুলাল সরদার, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আরিফ হোসেন, সদর উপজেলা ছাত্রদল নেতা জুলহাস মোল্লা প্রমুখ।

দুইঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এলাকাবাসী।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর রাতে পালপাড়া বাজারে উল্লেখিত ধর্ষন মামলাসহ একাধিক মামলার আসামী সোহাগ মাঝি ও তার অনুসারী ৩০ থেকে ৪০ জনের একটি  সশস্ত্র সন্ত্রাসী দল, ধর্ষন মামলার সাক্ষী লোহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মফিজুল মৃধাকে হত্যার উদ্দেশ্যে ধাড়ালো অস্ত্র রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধাড়ালো  অস্ত্রশস্ত্র নিয়ে উপুর্যপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পটুয়াখালী সদর থানার  বিট অফিসার এসআই রাসেল, এএসআই জহিরুল ইসলাম, এএসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌছামাত্র সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালিয়ে  ৪জন পুলিশকে রক্তাক্ত জখম করে এবং পুলিশের গাড়ি ভাংচুর করে সন্ত্রাসী তান্ডব চালায়। এ সময় অন্য পুলিশ সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঐ রাতেই পুলিশ ও র‍্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় পুলিশের পক্ষে আহত এসআই রাসেল মাহমুদ বাদী হয়ে সোহাগ মাঝিকে ১ নং আসামীকরে ২৬ জনকে চিহ্নিত করে  এবং ভিকটিম মফিজুল মৃধার মা আকলিমা বেগম বাদী হয়ে সোহাগ মাঝিকে প্রধান আসামী করে  ৩৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
উক্ত ঘটনায় এলাকায় জনমনে  চরম ক্ষোভ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট