1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

অভয়নগরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের মধুরাপুর মোড়লপাড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী দীর্ঘদিন কাজ না করে মাছ ধরে বেড়ায়, যে কারনে সংসারে অভাব অনটন লেগেই থাকে। স্বামীর এরকম কর্মকান্ডে প্রায়ই ঐ গৃহবধূর সাথে কলহ ঝগড়াবিবাদ লেগে থাকে। এরই জেরে গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে স্বামী মাছ ধরার জন্য যেতে চাইলে গৃহবধূ বাধা দেয়, এতে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। স্বামী গৃহবধূর কথা না শুনে মাছ ধরতে গেলে বেলা আনুঃ ১১টার দিকে ওই গৃহবধূ ঘরে থাকা টয়লেট ক্লিনার হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। সাথে সাথে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ঐ গৃহবধূর চিকিৎসা চলছে। জানা গেছে, গৃহবধূ উপজেলার মথুরাপুর মোড়লপাড়ার ইউছুব আলীর স্ত্রী মোছাঃ পারভীন বেগম(৩২)।
স্বামী ইউছুব বলেন আমার কাজকর্ম না থাকায় মাছ ধরতে স্থানীয় বিলে গিয়েছিলাম, হঠাৎ আমার মেয়ে ফোন করে জানায় আমার স্রী হারপিক খেয়েছে। ঝগড়া বিবাদের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমার সাথে স্ত্রীর কোন কলহ ঝগড়াবিবাদ হয়নি।
এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওহিদুজ্জামান বলেন, ওই গৃহবধূর চিকিৎসা চলছে, এখনো কিছু বলা যাচ্ছেনা কি হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট