পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার দায়ে ও মূল্য তালিকা না থাকায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৯ জুলাই (রোববার) দুপুরে পঞ্চগড় শহরের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার দায়ে হোটেল হাইওয়েকে ২ হাজার টাকা, হোটেল মায়ের দোয়াকে ১ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা না রাখায় শারমীন ট্রেডার্সকে ২ হাজার টাকাসহ ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।