1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুরকে নিরাপদ, আধুনিক ও অপরাধমুক্ত নগরীতে রূপ দিতে চাই জিএমপি কমিশনার 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. ইসরাইল

বলেছেন,গাজীপুরকে নিরাপদ, আধুনিক ও অপরাধমুক্ত নগরীতে রূপ দিতে চাই

মাদক, অপরাধী চক্র, অবৈধ পার্কিং, বস্তিতে মাদকের উৎসস্থল ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। তিনি আরও জানান, গাজীপুরে চলমান যানজট নিরসনে বিশেষ নজর দেয়া হবে ও অবৈধ পার্কিংসহ যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

রোববার(২৩ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিন পুলিশের হেডকোয়ার্টার কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার এসব কথা বলেন।

এসময় তিনি গাজীপুর মহানগরকে একটি নিরাপদ, উন্নত ও শৃঙ্খলাবদ্ধ নগরীতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করে বলেন,গাজীপুর মেট্রোপলিটন এলাকা একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এখানে জননিরাপত্তা নিশ্চিত করা প্রথম অগ্রাধিকার। এজন্য ২৪ ঘণ্টা মেট্রোপলিটন পুলিশ জনসেবায় নিয়োজিত থাকছে ও প্রতিটি ফোন কলের উত্তর দেওয়ার কড়া নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে, পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য বিশেষ টিম সক্রিয়ভাবে কাজ করবে।

মতবিনিময় সভায় কমিশনার আরও বলেন, গাজীপুর হবে নিরাপদ শহর,এটাই আমাদের প্রতিশ্রুতি। জনতার সহযোগিতা পেলে অপরাধ দমন ও নগরীর শৃঙ্খলা রক্ষা আরও সহজ হবে।

উল্লেখ্য — গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মো. ইসরাইল হাওলাদার ১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন। ডিএমপি, র‌্যাব, মেট্রোপলিটন পুলিশ, শিল্পাঞ্চল পুলিশসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতা ও সততার পরিচয় রেখে সম্প্রতি তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, দুই ছেলে ও এক কন্যাসন্তানের জনক এবং একজন সরকারি চাকরিজীবী।

গাজীপুরবাসীর প্রত্যাশা,নতুন কমিশনারের কঠোর অবস্থানে নগরীতে শৃঙ্খলা ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট