1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কাশিয়ানীতে তিন মুদি ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৯ বার পড়া হয়েছে

শহিদুল আলম মুন্না কাশিয়ানী (গোপালগঞ্জ) থেকেঃ
গোপালগঞ্জ কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারের তিনজন মুদি ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকাল চারটায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা গেছে, পরিবেশ রক্ষা ও পাটপণ্যের অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের লক্ষে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর অধীনে তফসিলভুক্ত ১৯টি পণ্য মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকের মোড়কের ব্যবহার করায়, ৭ সেপ্টেম্বর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারের মুদি ব্যবসায়ী,১/দিলীপ সাহা, ২/বিধান কুমার সাহা ও ৩/মোঃ জোনায়েত হোসেন নামক তিনজন কে তিনটি মামলায় মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুল ইসলাম বলেন, ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা-ময়দা, তুষ, খুদ,কুড়া, পোল্ট্রি ফিট ও ফিস ফিড এ ১৯টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট