1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

এই ভাবে অার কত দিন অাদালতের বারেন্দায় অাবদুল মতিন লিটন।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৮ বার পড়া হয়েছে

======================
মাঈনউদ্দীন মিন্টু নোয়াখালী জেলা প্রতিনিধিঃনোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি-র সভাপতি অাবদুল মতিন লিটন অাজ বুধবার ৯/৯/২০২০তারিখে ঢাকা মহানগর দায়রা জজ অাদালতে হাজিরা শেষ অাক্ষেপ করে বলেন অামরা অার কত দিন অাদালতের বারান্দায় অাসতে হবে।বিগত ২০১৭ সালে নোয়াখালী ৫অাসনের নেতা ব্যারিষ্ট্রার মওদুদ অাহম্মদের সাথে একটি দলীয় প্রোগ্রামে যোগ দিতে ঢাকায় অাসেন পৌর বি এন পি-র সভাপতি অাবদুল মতিন লিটন,সাধারণ সম্পাদক অাবদুল্লাহ অাল মামুন,যুব দল সভাপতি ফয়সাল, সাধারন সম্পাদক জাহিদুর রহমান রাজন ছাত্র দল নেতা শাহেদ, উপজেলা বি এন পি-র সাধারন সম্পাদক মাহমুদুর রহমান রিপন ঢাকার মতিঝিলে একটি অাবাশিক হোটেলে রাত কাটাতে অবস্হান নেন।রাত প্রায় ২টায় তাদের কক্ষের দরজায় দাক্কা মেরে একদল পুলিশ এসেই গুমন্ত অাবস্হায় ডাকা-ডাকি করে তাদের ডিবিতে নিয়ে যায় পুলিশ। কোম্পানীগঞ্জে একসাথে এত নেতা কোন কালে গ্রেপ্তার হয়নি বলে দাবি করেন অাবদুল মতিন লিটন।তাদের সাথে থাকা মাহমুদুররহমান রিপন, অাবদুল্লাহ অাল মামুন, ফয়সাল, রাজন তারাও বলেন কোম্পানীগঞ্জের একটি মহল সেই রাএে ষড়যন্ত্র করে অামাদের নামে মিথ্যা অভিযোগ করে ভিবিন্ন মামলায় অভিযুক্ত করেন।জনাব মাহমুদুর রহমান রিপন উপজেলা বি এন পি-র সাধারন সম্পাদক বলেন অামরা শহীদ জিয়ার অার্দশের সৈনিক কারো রক্ত চোক্ষুতে, মামলা, হামলায় ভয় করিনা যত কাল অাদালতের বারেন্দায় অাসতে হয় অাসবো। অাজ মহানগর দায়রা জজ অাদালতে কাল নোয়াখালী জেলা অাদালতে এই ভাবে অার কত দিন সব কিছুরই সমাপ্তি অাছে।পৌরসভা বি এন পি-র সাধারণ সম্পাদক অাবদুল্লাহ অাল মামুন বলেন এক বিন্ধু রক্ত থাকতে ও অাগামী দিনে কোন অপশক্তি কে ছাড় দেবোনা রাজনীতি করি অাদালত কে ভয় করিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট