1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

শাজাহানপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ২১৩ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে এক স্কুল ছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিক খান। সেই সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই স্কুল ছাত্রীর বাবার ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন।এ ঘটনায় স্হানীয়দের মাঝে বাল্য বিবাহ নিরোধ আইনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। জানা গেছে,বাল্য বিয়ের বিষয়ে ৯৯৯ – এ ফোন পেয়ে গত ১১ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর স্থানীয়দের মাঝে সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আশিক খান সেখানে উপস্থিত হন।বাল্য বিয়ের আয়োজনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্কুল ছাত্রীর পিতা আব্দুস সালাম (৫০) কে আটক করা হয়। পরে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েকে বিবাহ দিবেন না এমন মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি জানতে পেরে বর পক্ষ বিয়ে বাড়িতে আসেনি বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট