1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ওয়েইসি আসলে ঈশ্বর এর আর্শীবাদ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ২১৩ বার পড়া হয়েছে

ভারত থেকে মনোয়ার ইমামঃ এমন কথা বলছেন ভারতের উওরপ্রদেশ এর ঊন্নাওয়ের বি জে পি সংসদ সাক্ষী মহারাজ জী। সম্প্রতি ভারত এর তেলেঙ্গানা রাজ্য হায়দ্রাবাদে র ইত্তেহাদুল মুসলেমিন দলের প্রধান আসাউদ্দিন ওয়ারিস সাহেব উওরপ্রদেশ জোট বেঁধে লড়াই করতে বিভিন্ন ছোট ছোট দলগুলোর সঙ্গে আলোচনা করতে আজ যখন লাক্ষনৌউ এ গিয়ে আগামী,2022,শে জোটবদ্ধ হয়ে নির্বাচন লড়াই করার কথা ঘোষণা করেন। তখন উওরপ্রদেশ এর বিজেপি সংসদ সদস্য সাক্ষী মহারাজ জী বলেন ওয়েইসি যদি প্রার্থী দেন তাহলে খুবই ভালো হয়। আদতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোট কাটাকাটি হয়ে বিজেপি র সুবিধা হবে। কারণ সম্প্রতি বিহার এর নির্বাচনে ওয়েইসির দল মিম ভোট কেটে বি জে পি ও জেডিউ কে সুবিধা করে দিয়েছে।এর ফলে বিজেপি র জোট সরকার বিহার এ ক্ষমতায় এসেছে।এর পর এই বৎসরে পশ্চিম বাংলার নির্বাচন এ ওয়েইসির মিম পাটি জোট বেঁধে লড়াই করার কথা ঘোষণা করেছেন।তার দাবি ঈশ্বরের দূত হিসেবে কাজ করছে মিম পাটি কাছে। সম্পত্তি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সভাপতি ও ভারতের লোকসভা র বিরোধী দলের নেতা অধীর চৌধুরীর অভিযোগ করেছিলেন মিম পাটির নেতা ও হায়দ্রাবাদ এর সংসদ সদস্য আসাউদ্দিন ওয়ারিস সাহেব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোট ভাগ করে বিজেপি র সুবিধা করে দিতেছে।আজ তা সত্যিই প্রমাণ করে দিয়েছে বিজেপি নেতা ও সংসদ সাক্ষী মহারাজ জী র কথা থেকে। এবার থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জানতে পারবেন আদতে ওয়েইয়েসি কি করতে চাইছে। তবে সাক্ষী মহারাজ জী র কথা তে গুরুত্ব দিতে নারাজ আসাঊদ্দিন ওয়াইসি সাহেব।তার মতে ভারত এর ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙার আসামী ও বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে হামলা করা আসামি র গলায় এমন কথা মানায় না।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট