1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সাভারে সেলিম কাউন্সিলরের দখলকৃত জমি উচ্ছেদ অভিযান

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৪২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

সাভার পৌর এলাকায় ৮নং ওয়ার্ডে সদ্য নির্বাচিত কাউন্সিলর সেলিম মিয়ার দখলে থাকা প্রায় আড়াই কোটি টাকা মুল্যের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালিত করা হয়েছে। এসময় দীর্ঘদিন ধরে দখল করে রাখা ২৪ শতাংশ জমি উদ্ধার করে ডিগ্রিধারী আব্দুস সোবাহান কে বুঝাইয়া দেওয়া হয়েছে। সোমবার দুপুরে পৌর এলাকার হয়েছে। রাজাশন ভিশন গার্মেন্টস এর বিপরীত পাশে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। জমির মালিক আবদুস সোবহান বলেন গত নির্বাচনে জয়লাভের পর পরই পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া আমার ক্রয় কৃত ২৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়। পরবর্তীতে আমি আদালতের নির্দেশনা নিয়ে গতবছর জমির দখল বুঝে নিতে আসে সেলিম মিয়ার সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা চালিয়ে মারধর করেছে। তাই এবার আদালতের নির্দেশনা নিয়ে নিরাপত্তার স্বার্থে বিপুল সংখ্যক পুলিশের সদস্য এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমিটি আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। জমির মালিকের ছেলে শরিফুল বলেন আদালতের নির্দেশে জমি বুঝে পেলেও আমরা বর্তমানে নিজেদের জীবন নিয়ে সমস্যায় আছি। কাউন্সিলর সেলিম মিয়ার সন্ত্রাসী বাহিনী আমাদেরকে অব্যাহতভাবে মেরে ফেলার হুমকি ধমকি দিচ্ছে। আমাদের বাড়িতে থাকতে দিবে না এবং এলাকায় কিভাবে থাকি সেটা দেখে নিবে জানিয়ে বলে পুলিশ কি জমি পাহারা দিয়ে রাখবে নাকি। তাই আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জীবনের নিরাপত্তা প্রার্থনা করছি। এ ব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর সেলিম মিয়া বলেন আমি ক্রয় সূত্রে ২৪ শতাংশ জমি বুঝে পেয়ে দীর্ঘদিন ধরে মার্কেট নির্মাণ করে ভোগ দখল করে আসছি। আব্দুস সোবাহান যে জমির ডিগ্রী ধারী দাবি করেন তা অন্য দাগের জমি আমার জমির সাথে কোন মিল নাই। কিন্তু তারা আদালতে ভুল বুঝিয়ে একটি আদেশ এনে জমিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে। আমি এর বিরুদ্ধে আইনিভাবে পদক্ষেপ গ্রহণ করব। সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন আদালতের নির্দেশনা অনুযায়ী রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে ২৪ শতাংশ জমির উপর থাকা স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে জমি উদ্ধারে পরিচালিত উচ্ছেদ অভিযানে সময় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম সায়েদ ও সি তদন্ত সাইফুল ইসলাম ওসি অপারেশন আল আমিন ওসি ইনস্টলেশন নির্মল কুমার দাস সহ আইন-শৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট