1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

লেখকঃ সাংবাদিক আবু ইউসুফ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৪৯৯ বার পড়া হয়েছে

পতিতা লয়ের মেয়েটি যখন খদ্দের থেকে হাজার টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে।

ঠিক তখনই দেশের কোন প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে (১০০) টাকার তিনটা নোট নিয়ে বলে ধন্যবাদ সমাজকে এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়।

ঠিক তখনই দেশের কোন প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে প্রশ্নের বিপরীতে তার জবাব পরিশ্রমই আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে কোন নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়।

ঠিক তখনই একই শহরের অন্য প্রান্তে গরীব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দ্বারে দ্বারে এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাতছে প্রশ্নের বিপরীতে তার জবাব মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব এই জায়গায় এসে মনুষদের দুটি উক্তি লিখতে আমার বড্ড ইচ্ছে হয়।

সত্যি কার অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবে আর না করতে চাইলে পাবে শুধুই অজুহাত
পৃথিবীটা ঠিক তেমনি যেভাবে আমরা দেখি

সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নাই কিন্তু আমরা সে রাস্তাটা খুঁজে নিতে আগ্রহী নই বরং সব সময় ভাগ্য কে দোষা রোপ করি।

কোটিপতি সন্তানটার কাছে মা হয়ত বোঝা কিন্তু গরীব ছেলেটির কাছে মাই সব আর এখানে এসে দ্বিতীয় উক্তিটি একদম মিলে যায়।

ঐ যে পৃথিবী ঠিক তেমনি যেভাবে আমরা দেখি উদ্যোক্তা হন পরিশ্রম করুন ভাগ্য দোষারোপ করে নয় বরং কর্মের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করুন আবার বিজয় হোক কর্মের মাধ্যমে ভাগ্য পরিবর্তন চেষ্টা করুন এক জন কে দেখে অহংকার না করে চেষ্টা করুন সে যদি ভাগ্য পরিবর্তন করতে পারেন তাহলে আমি কেন পারবো না

লেখকঃ সাংবাদিক আবু ইউসুফ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট