শীত আসা পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে লোডশেডিং অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিদ্যুৎ ভবনে এক সেমিনারে এ কথা বলেন তিনি।বলেন, সরবরাহ কম থাকায় গ্যাস চালিত বিদ্যুৎকেন্দ্র কম চলছে।
তিনি বলেন, ডলারের দাম বেশি হওয়ায় তেল চালিত বিদ্যুৎকেন্দ্রগুলোও একটানা চালানো সম্ভব হচ্ছে না। এছাড়াও উৎপাদিত বিদ্যুতের বড় একটা অংশ শিল্প কারখানায় দিতে হয়। এসব কারণেই লোডশেডিং করে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে সরকার।