1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া হবে

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

২০ ডিসেম্বর থেকে সারাদেশে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া হবে। স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

 

তৃতীয় ডোজ টিকা নেয়ার পর ৪ মাস হয়েছে এমন ষাটোর্ধ্ব, গর্ভবতী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত এবং সম্মুখ সারির যোদ্ধারা পাবেন ৪র্থ ডোজের টিকা। সারাদেশের সিটি করপোরেশন, জেলা উপজেলা, পৌরসভা পর্যায়ে অবস্থিত সব স্থায়ী কোভিড ভ্যাকসিনেশন সেন্টারের চলমান বুথে ৪র্থ ডোজ ভ্যাকসিন দেয়া শুরু হবে।

 

নভেম্বরের শেষে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নাগরিক ও গর্ভবতীদের করোনার চতুর্থ ডোজ দেয়ার সুপারিশ করে জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি। করিগরি কমিটির সদস্য ড. বে-নজীর আহমেদ তখন জানিয়েছিলেন, ভাইরাসের অতিসংক্রামক ধরন আর ওমিক্রনে সংক্রমিত হওয়ার হাত থেকে সুরক্ষিত রাখতে প্রাথমিকভাবে কেবল দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদেরই টিকার চতুর্থ ডোজ দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, লক্ষ্যমাত্রা মোট জনসংখ্যার ৭০ শতাংশের বেশি মানুষ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর দ্বিতীয় ডোজের বিপরীতে তৃতীয় ডোজ নিয়েছেন ৪৭ দশমিক ৬ শতাংশ। ২০২১ সালে দেশে শুরু হয় করোনা টিকা দেয়ার কার্যক্রম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট