1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মাদকের প্রতিবাদ করায় কুৎসা রটানো হচ্ছে ইউ.পি. সদস্যের বিরুদ্ধে 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টারঃ  নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সফল ইউ.পি. সদস্য  হাজী  আবু জাহের মেম্বার মাদকের  বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক ব্যাবসায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার  ও   সংবাদকর্মীদের মিথ্যা তথ্যদিয়ে মিথ্যা ও ভিত্তিহীন নিউজ সম্প্রচার করেছেন। এরা মুলত আমার জনপ্রিয়তা নষ্ট করতে আমার  বিরুদ্ধে চাঁদাবাজি সহ কোম্পানি ও ফ্যাক্টরির বর্জ্য দিয়ে পরিবেশ দূষণের উত্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ  নিউজ সম্প্রচার করেছেন। আমি ঐসব সংবাদমাধ্যমে এধরনের নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উপজেলার মোগড়া পাড়া ইউনিয়নের ৩ ওয়ার্ডে মাদকের  বিরুদ্ধে প্রতিবাদ  করায়, ইউপি  মেম্বার  হাজী মোঃ আবু জাহের বিরুদ্ধে  ফেসবুকে   মিথ্যা  অপ-প্রচার চালাচ্ছে মাদক  ব্যাবসায়ী ও স্থানীয় কুচক্রীমহল   বলে জানিয়েছেন ওই মেম্বার।

 

তিনি জানান, তার বিরুদ্ধে একটি কুচক্রীমহল ইচ্ছাকৃতভাবে  মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছে। নিবাচনী আক্রশ কিংবা পারিবারিক কলহের জেড় মেটানোর জন্য আমার প্রতি ইশ্বানিত হয়ে এলাকার  মাদক ব্যাবসায়ীরা  সুবিধাবাদী কুচক্রীমহল   সামাজিক যোগাযোগ মাধ্যম  আমার   ছবি দিয়ে অপ- প্রচার  চালাচ্ছে। আমার এলাকার উন্নয়নকাজে বাধা প্রধান করছে। হাজী আবু জাহের বলেন, কতিথ যে সংবাদ আমার  বিরুদ্ধে অপপ্রচার হয়েছে তা সত্য নয়। সম্পুনূ মিথ্যা ও বানোয়াট। আমি ওই অপপ্রচারের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে প্রয়োজনে মামলা করবো। এবিষয়ে সরেজমিনে গিয়ে  স্থানীয় এলাকাবাসীর সাথে  কথা বলে   ও তার  সম্পর্কে জানতে চাইলে এলাকাবাসী জানান, আবু জাহের   মেম্বার একজন মাটির মানুষ, সে সৎ মানুষ। ভালো   মানুষের বিরুদ্ধে এধরনের মিথ্যা  অপপ্রচার ঠিক নয়। স্থানীয় জাকির হোসেন  জানান,  আবু জাহের  মেম্বার এলাকার একজন সম্মানিত মানুষ তার সম্মান ক্ষুন্ন করার জন্য এলাকার কিছু দুষ্কৃতী মানুষ পায়তারা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট