1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পঞ্চগড়ে ক্ষত্রিয় সম্প্রদায়ের মহসন্মেলন অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ

 

 

পঞ্চগড় জেলার দেবীগঞ্জের শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধাম পেড়ালবাড়ী সমিতির ডাঙ্গায় রায় ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৮তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী ক্ষত্রিয় মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 

১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ডা. বসন্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষত্রিয় মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রেলমন্ত্রী এড. মো. নূর ইসলাম সুজন এমপি।

 

 

এসময় বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ রায়, সদস্য সচিব শ্রী হারাধন রায়, সম্মেলনের আহ্বায়ক শ্রী নির্মল চন্দ্র বর্মন, ভারতের জলপাইগুড়ি জেলার পঞ্চানন বর্মা স্মারক সমিতির সভাপতি ও জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ শ্রী বিজয় চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক শ্রী গিরীন্দ্র নাথ বর্মন, কলিকাতা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক শ্রী ধীরেন্দ্র নার্থ বর্মা কেন্দ্রীয় যুব লীগ নেতা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, হাসনাৎজ্জামান চৌধুরী জর্জ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন ও সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় প্রমুখ বক্তব্য দেন।

 

 

মহাসম্মেলনে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার হাজার হাজার ক্ষত্রিয় সম্প্রদায়ের নারী-পুরুষ সাথে ভারত থেকে শতাধিক রায় ঠাকুর পঞ্চানন ভক্ত অংশ নেন। জন্মোৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপী পূর্জা অর্চনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট