শাহারুখ আহমেদ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের তৎপরতায় একের পর এক অভিযানের জালে ধরা পরছে বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারি গন। কখনো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আবার কখনো এলাকার আভ্যন্তরীণ অভিযানে। এবারও তার অভিন্ন ঘটেনি।
গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল (নারায়নগঞ্জ) শেখ বিল্লাল হোসেন এবং সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে অভিযানিক দল জানতে পারে যে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়নগঞ্জ আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি মেঘনা ঘাট এলাকায় ২২’শে মে শেষ রাত থেকেই ওঁত পেতে থাকে। অতঃপর সকাল ০৭ঃ৩৫ ঘটিকায় সোনারগা থানাধীন মেঘনাঘাট সংলগ্ন নিউ টাউন পুলিশ চেকপোস্ট এর সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে থেকে ৪,৫০০ (চার হাজার পাঁচশত) পিচ ইয়াবা সহ মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব(২০), পিতাঃ মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া গ্রাম- শ্রীপুর থানা- গুরুদাসপুর জেলা- নাটোর নামক এক মাদক কারবরিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে। ধৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রকৃয়াধীন রয়েছে।