1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

বাস থেকে লাথি দিয়ে ফেলে হত্যা কন্টাক্টর আটক

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে

 

নাঈম গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তিকে বাস থেকে লাথি দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি নাম শহিদুলক (৬৫)। এ ঘটনায় নিহতের স্ত্রী সাহেরা খাতুন (৫৫) আহত হয়েছেন। শুক্রবার (২৩ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। এ ঘটনায় বাসটির কন্ডাক্টর মো. হৃদয়কে (১৯) আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। হৃদয় ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার মো. সুমন মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের স্বজন কাজী নজরুল ইসলাম জানান, শুক্রবার শহিদুল ইসলাম স্ত্রীসহ তার অসুস্থ ভায়রাকে দেখতে মাওনা উত্তরপাড়া এলাকায় যান। বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাড় হওয়ার সময় মাওনা চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী একটি মিনিবাস তাদের ধাক্কা দেয়। এতে শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটি করতে করতে মিনিবাসে গিয়ে উঠলে বাসটি চালাতে শুরু করেন চালক। কিছু দূর যাওয়ার পর শহিদুল ইসলামকে গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দেন হেলপার।

 

এ সময় শহিদুল ইসলামের পরনের লুঙ্গি বাসের একটি হুকের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় তাকে টেনেহিঁচড়ে কিছু পথ নিয়ে গেলে শহিদুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সাহেরা খাতুনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় বাসটির কন্ডাক্টরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট