, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদায় সুইডেনে পবিত্র কোরআন মজিদ পোড়ানোর প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে বোদা বাজার জামেমসজিদ থেকে আছরের নামাযের পরে যুব সমাজ বোদা উপজেলা শাখার ব্যানারে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে।
এ সময় বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনের প্রতি নিন্দা জানান। সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশে সুইডেনের পণ্য ব্যবহার না করাসহ সুইডেনের সঙ্গে ব্যবসায়ীক সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্যদেন হাফেজ মাও মোঃ সুজন ইসলাম, হাফেজ মাও মোঃ আল আমিন ইসলামসহ অন্যান্য মুসল্লিরা।