(স্টাফ রিপোর্টার):
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজায় টোল প্রদান সহজকরনে সরকারী গেটওয়ে একপাস পাইলটিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজায় অন্যান্য উন্নত রাষ্ট্রের ন্যায় আধুনিক প্রযুক্তির টোল আদায় পদ্ধতি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব এবিএম আমিনুল্লাহ নূরী।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে গ্রাহকদের কাছে একপাস এ্যাপস ব্যবহারের বিস্তারিত ও টোল সহজকরন পদ্ধতিতে দ্রুত সময়ে যানবাহনের টোল প্রদান এবং যাত্রীদের গন্তব্যে দ্রুত পৌঁছাতে পারবে। এনালক পদ্ধতিতে টোল প্রদান করতে গিয়ে যে সময় টোল প্লাজায় অতিবাহিত হতো একপাশ পদ্ধিতে টোল দিকে তার চেয়ে অনেক কম সময়ে টোল প্রদান করে পরিবহনগলো নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাবে। এতে করে মেঘনা টোলপ্লাজা কোন যানজট সৃষ্টির আশংকা থাকবেনা।
সড়ক পরিবহন মন্ত্রনালয়ের সচিব এ.বি.এম আমিনুল্লাহ নূরি বলেন, সওজ অধিদপ্তরের নয়টি সেতু ও দুটি সড়কে ইলেট্রনিক টোল কালেকশণ (ইটিসি ) সিস্টেম চালু করা হয়েছে। তার মধ্যে রয়েছে কর্ণফুলি সেতু, মেঘনা সেতু, গোমতি সেতু, ভৈরব সেতু, পায়রা সেতু, খান হাজান আলী (রুপসা) সেতু, চরসিন্দুর সেতু, শহীদ ময়েজ উদ্দিন সেতু, আত্রাই টোল প্লাজা, লালনশাহ সেতু।
অনুষ্টানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব শামীমা আক্তার, সহজের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী পরিকল্পনা ও উন্নয়ন রেজাউল করিম ও নারায়ণগঞ্জ সড়ক বিভাগ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
২০২৩ সালের অক্টোবর মাসের পরে ইটিসি ছাড়া কোন যানবাহন টোলপ্লাজা অতিক্রম করতে পারবে না। পাইলটিং কার্যক্রমে টোলপ্লাজার বুথে একপাস এ্যাপের মাধ্যমে যানবাহনের টোল আদায় করা হবে।