1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

বেলকুচিতে পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাস দিয়ে যুবকের আত্মহত্যা।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৪৫৪ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশ যেতে না পেরে পরিবারের সাথে অভিমান করে হযরত আলী (২৫) নামের এক যুবক গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে ।

সোমবার (১৭ জুলাই) ভোর রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে। হযরত আলী ঐ গ্রামের মৃত বারেক মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, হযরত আলী বিদেশ যাবার ইচ্ছে পোষন করলে তার পরিবার থেকে পাসপোর্ট করে দেয়। কিছুদিন আগে তার বড় ভাইকে বিদেশে পাঠানোর কারণে অর্থনৈতিক অসচ্ছলতা দেখা দিলে তাকে ধৈর্য ধারণ করতে বলা হয়। এতে সে নারাজ হয়ে পরিবারের প্রতি অভিমান করে ভোর রাতে শয়ন ঘরের ধর্নার সাথে ফাঁশ দিয়ে আত্মহত্যা করে।
হযরত আলীর চাচা জানান, হযরত আলী খুবই ভালো ছেলে, সে কিছু দিন আগেও ঢাকা চাকুরী করতো। হটাৎ করেই সে বিদেশ যাওয়ার জন্য বলাবলি করতো আর তার কথাতেই পাসপোর্টও করা হয়েছে কিন্তু তারপরও এঘটনা কেন ঘটিয়েছে আমরা বুঝতে পারছি না। তবে এবিষয়ে আমাদের কারো প্রতি কোন অভিযোগ নেই।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, বেলকুচি উপজেলার নাগগাঁতি গ্রামে পরিবারের সাথে অভিমান করে হযরত আলী নামের এক যুবক আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি । এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগ না থাকার কারণে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে মুসলিম রীতি অনুযায়ী দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট