1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মাদারীপুরে মুক্তিযোদ্ধো পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৯৪ বার পড়া হয়েছে

 

মোঃ বেলায়েত হোসেন :

মাদারীপুরের রাজৈরে মুক্তিযোদ্ধো পরিবারের উপর হামলা ও গাছ কর্তন ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার(০৫ আগস্ট) দুপুর ১২ টায় মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধো সংসদ কমান্ড কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদার।

সংবাদ সম্মেলনে জানান, গত ২৯ জুলাই বদরপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে স্থানীয় শাহ আলম মাতুব্বরের বিরোধ চলে আসছে। এর জেরে শুক্রবার রাতে শাহ আলম মাতুব্বর ও তার লোকজন নিয়ে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের জমিতে রোপণ করা প্রায় অর্ধশত গাছ কেটে ফেলে।এ সময় তাদের বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।

ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের বড় ছেলে সোহাগ হাওলাদার বলেন, প্রতিপক্ষ রফিক মাতুব্বর তার লোকজন নিয়ে গভীর রাতে আতর্কিত আমাদের বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাংচুর করে। তাদের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নেই। তবে আমাদের জায়গাকে তাদের নিজেদের জায়গা বলে দাবি করে। কিন্তু জায়গাটি আমার বাবা প্রায় ৩০ বছর আগে কিনেছেন। আমাদের দলিল পর্চাসহ সবকিছুই ঠিক আছে। এরপরও রাতের আধারে আমাদের দেয়াল ভাংচুর করেছে ও গাছগুলো কেটে ফেলেছে। আমাদের উপর এমন অত্যাচারের বিচার চাই।

এমতাবস্থায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার হাওলাদার বলেন, আমি নিরাপত্যাহিনতায় ভুগছি আমি সহ আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাদা চাইছে স্থানীয় মিন্টু মাতুব্বর, জিয়া মাতুব্বর, রফিক মাতুব্বর, হারুন মাতুব্বর, আমি সরকারের কাছে ও প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। নয়তো আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় নেই।

এ সময় উপস্থিত থেকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবী করেন- মাদারীপুর জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার , মাদারীপুর সদর সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কার্যকারী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শেখ বজলুর রশিদ,মাদারীপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক,ঘাটমাঝি ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক ফরাজি, মাদারীপুর সদর মুক্তিযুদ্ধা প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমসহ গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট