বিশেষ প্রতিনিধিঃ
চার দিণের ভারী বর্ষণের ফলে বান্দরবান আলীকদমে মাতামুহুরীর নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
আলীকদম লামা ফাঁসিয়াখালী সড়কের চৈক্ষ্যং রেপার পাড়া পরিষদের সামনে, শিলেরতুয়া, কাঁকড় ঝিরি এলাকায় রাস্তা পানির নিচে ডুবে এতে করে যান চলাচল বন্ধ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জানদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
আলীকদম উপজেলার সদর ইউনিয়ন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন, ৩নং নয়াপাড়া ইউনিয়নেসহ বেশ কিছু এলাকায় কয়েক শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
আলীকদম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোন সহযোগিতার জন্য কন্ট্রোলরোম খোলা হয়েছে। যে কোন জরুরি প্রয়োজনে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, যুব রেড ক্রিসেন্ট ও আলীকদম থানাও প্রস্তুত রয়েছে।
ইতোমধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে চলে আসতে মাইকিং করা হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নে ১৫ প্রথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাদরাসাকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। আশ্রিতদের শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।