মোঃ আনিসুর রহমান শেলী :
বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ ব্যবহারের টাকবর্টের তেল চুরি করে নিয়ে যাওয়ার সময় কালিহাতী থেকে ৪শ লিটার তেলসহ দুই জনকে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব ফাঁড়ি নৌপুলিশ ।
বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া গুদারা ঘাট এলাকা থেকে বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ ব্যবহারের টাকবর্টের চোরাই তেলসহ ২ জনকে আটক করেছে নৌপুলিশ।
আটকরা হলেন, কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামের বারেক সিকদারের ছেলে কাদের সিকদার (৩০) ও আব্দুল মজিদের ছেলে কাইয়ুম (২০)। পলাতক রয়েছে জিয়াউর রহমানের ছেলে নৌকার মালিক আমিরুল ইসলাম।
বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ কাজের ব্যবহারের টাকবর্টের তেল চুরি করে নেয়ার সময় ৪শ লিটার তেল ও নৌকাসহ তাদের আটক করা হয়েছে। নৌকার মালিক আমিরুল ইসলাম পালিয়ে যায়। আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।