1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

হাইল হাওরে দেড় লক্ষ মাছের পোনা অবমুক্ত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪১১ বার পড়া হয়েছে

 

আফজল হোসেইন শ্রীমঙ্গল প্রতিনিধি

 

উপজেলা মৎস্য দপ্তর, শ্রীমঙ্গলের উদ্যোগে ২০২২-২৩ সালে স্থাপিত বিল নার্সারি হতে হাইল হাওরে ২-৩ ইঞ্চি সাইজের আনুমানিক ১.৫ লক্ষ টি (প্রায় ১০০০ কেজি) কার্পমিশ্র মাছের পোনা ১২ আগষ্ট সকাল ১১ ঘটিকায়

অবমূক্ত করা হয়েছে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: ফারাজুল কবির, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সন্তোষ রঞ্জন দত্ত, সুবীর দাস, মৎস্যজীবী প্রতিনিধি পিয়ার আলী ও অন্যান্য মৎস্যজীবী ও সুফলভোগীবৃন্দ।

প্রধান অতিথি ভানুলাল রায় বলেন, বিল নার্সারির মাধ্যমে পোনা উৎপাদন করে হাওরে অবমূক্তকরণ বর্তমান সরকারে একটি প্রসংশনীয় ও কার্যকরী উদ্যোগ। এই পদ্ধতিতে কম খরচে বিপুল পরিমানে পোনা উৎপাদন করে হাওরে অবমূক্ত করে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তিনি সরকারের পাশাপাশি বিল ইজারা গ্রহীতাদের বিল নার্সারির মাধ্যমে হাওরে পোনামাছ অবমুক্তির জন্য আহবান জানান। এছাড়া তিনি হাওরে অবমূক্ত করা পোনামাছ ও দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষার জন্য মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: ফারাজুল কবির জানান, ২০২২-২৩ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় সমগ্র হাইল হাওরে ৫টি বিল নার্সারি স্থাপন করে ২-৩ ইঞ্চি সাইজের আনুমানিক ৭ লক্ষ কার্প জাতীয় মাছের পোনা অবমূক্ত করা হয়েছে। এর ফলে হাওরে দেশীয় প্রজাতির ছোট মাছের পাশাপাশি কার্পজাতীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

মৎস্যজীবী প্রতিনিধি পিয়ার আলী বলেন হাওরে এই বছর যে পরিমান পোনা অবমূক্ত করা হয়েছে তা যদি আমরা সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে মাছের উৎপাদন বৃদ্ধির সাথে মৎস্যজীবীদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট