স্টাফ রিপোর্টারঃ
চেক ডিজঅনার/প্রতারণা মামলায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামী আবুল কালাম খাঁন নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। (৭ অক্টোবর) শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় তাকে গ্রেফতার করে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল আজিজ দেওয়ান জানান, ‘আবুল কালাম খাঁন ব্যবসায়িক কারণে আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নেয়। ২ লক্ষ টাকা পরে দিবে এমন আশ্বাস দিয়ে গত মার্চের ৩১ তারিখে ৩ লক্ষ টাকার একটি চেক দেয়। পরবর্তী মাসে ৪’ই এপ্রিল ব্যাংকে চেকটি উপস্থাপন করলে ব্যালেন্স নেই বিধায় চেকটি ডিজঅনার হয়। পরে তাকে আসামী করে আমি বিজ্ঞ আদালতে একটি চেক ডিজঅনার মামলা দায়ের করি। সে মামলার প্রেক্ষিতে ওয়ারেন্ট হলে ফতুল্লা থানা পুলিশ প্রতারক আবুল কালাম খাঁনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আমি আইনের সুশাসন প্রত্যাশা করছি। আশা করি বিজ্ঞ আদালত ন্যায়বিচার প্রদান করবেন।