টাঙ্গাইল প্রতিনিধিঃ
ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে টাঙ্গাইলে মানববব্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা টাঙ্গাইল জেলা জাকের পার্টির উদ্যোগে ওই বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়। তারা অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন এবং যুদ্ধ বন্ধের দাবি জানান।মিছিলটি টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জাকের পার্টি কেন্দ্রীয় যুব ফ্রন্টের সহ-সভাপতি খন্দকার মন্তাজ আলী, টাঙ্গাইল জেলা জাকের পার্টি পূর্ব সভাপতি
এনামুল হক মঞ্জু, জেলা জাকের পার্টি পশ্চিম সভাপতি আব্দুল আজিজ খান অটল ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাকের পার্টির বিভিন্নস্তরের কয়েক শত নেতাকর্মীরা ।