গাজীপুর প্রতিনিধি
বিএনপি জামায়াতের হামলা নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জামিল হাসান দূর্জয় এর নেতৃত্বে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৭ অক্টোবর বিকালে উপজেলার পৌর শহরের প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করেন।
শান্তি মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাকির হোসেন মামুন, সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জজ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, পৌর যুবলীগ সাবেক সভাপতি কামরুল হাসান, গাজীপুর সদর উপজেলা যুবলীগ নেতা বেলায়েত হোসেন , শ্রমিক লীগ নেতা মজিবর রহমান, উপজেলা যুবলীগ নেতা আজহারুল ইসলাম মিলন, ছাত্রলীগ নেতা বুলবুল, রনিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক সদস্য রফিকুল ইসলাম রফিক, রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাজাহান মিয়া ও রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সহ- সভাপতি মোফাজ্জল হোসেন খোকন তাদের নেতৃত্বে শ্রীপুরে শান্তি মিছিলে রাজবাড়ী ইউনিয়ন পক্ষহতে বিশাল মিছিল একটি অংশ যোগদান করেন।