1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

অবরোধে দেশের বৃহত্তম শাহজাদপুর কাপড়ের হাটে ক্রেতা সংকট, কমে গেছে ক্রয় বিক্রয়

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩০২ বার পড়া হয়েছে

 

আমিনুল হক বাবু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বিএনপি ও জামায়াতের ৭২ ঘন্টা অবরোধের কারণে দেশের বৃহত্তম কাপড়ের হাটে ক্রেতা শূন্য ,শাহজাদপুর কাপড়ের হাটে ক্রেতা উপস্থিতি নেই বললেই চলে। এর ফলে ব্যবসায়ীদের মাঝে হতাশা, উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে।

বুধবার (১লা নভেম্বর) ছিলো দেশের বৃহৎ এই কাপড়ের হাটের সাপ্তাহিক হাটের দিন। আগেরদিন মঙ্গলবার বিকেল থেকেই শাহজাদপুর, এনায়েতপুর, বেলকুচি, উল্লাপাড়া, বেড়া সহ আশপাশের বিভিন্ন এলাকার তাঁতি ও তাঁত কাপড় ব্যবসায়ীরা তাদের উৎপাদিত কাপড় নিয়ে দোকান সাজিয়ে বসে পরেন।

তবে বিএনপি ও জামায়াতের ডাকা দেশব্যাপী টানা তিন দিনের অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দেশের কোন জেলা ও উপজেলা থেকেই ব্যবসায়ীরা শাহজাদপুর কাপড়ের হাটে আসতে পারেনি। একারণে তাঁত কাপড় বিক্রেতাদের উৎপাদিত কাপড় অবিক্রিত রয়ে গেছে । এছাড়াও অন্যান্য বস্ত্র ব্যবসায়ীদের অবস্থাও একই রকম। এ সময় দোকান ভর্তি পসরা সাজিয়ে বিক্রতাদের অলস সময় পার করতে দেখা যায়।

বেশকিছু তাতি ও তাঁত কাপড় বিক্রেতা জানায়, শাহজাদপুর কাপড়ের হাট দেশের অন্যতম বৃহৎ একটি হাট। সপ্তাহে রবিবার ও বুধবার এই হাটে দেশের প্রায় সকল জেলা থেকে এবং প্রতিবেশী দেশ ভারত থেকেও ব্যবসায়ীরা এখানে কাপড় ক্রয় করতে আসেন। প্রতি হাটে প্রায় কয়েক কোটি টাকার কাপড় বিক্রি হয়।

তারা আরও জানান, হরতাল ও অবরোধের কারণে কোন ব্যবসায়ী এই হাটে আসতে পারেনি তাই কাপড় বিক্রিও নেই বললেই চলে। এর ফলে তাদের উৎপাদিত কাপড় অবিক্রিত রয়ে গেছে। একারণে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এসময় তাঁত কাপড় ব্যবসায়ীরা হরতাল ও অবরোধ না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন আলম জানান, দেশের সকল জায়গায় হরতাল ও অবরোধ থাকার ফলে বেপারীরা শাহজাদপুর কাপড়ের হাটে আসতে পারেনি । এর ফলে দেশের বৃহত্তম এই হাটে তাঁত কাপড় ও অন্যান্য বস্ত্র ব্যবসায়ীদের ক্রয় বিক্রয় প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে। এই অবস্থা চলতে থাকলে তাঁত কাপড় ব্যবসায়ীরা মূলধন হারিয়ে ঋণগ্রস্ত হওয়ার উপক্রম হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট