রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ সরকারের চলমান শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত রেখেছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার রাখালবুরুজ ইউনিয়ন যুব সমাজ আমতলি বালিকা স্কুল মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশে ২০২৩ এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩২,গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
তিনি বলেন- বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে দেশে শান্তির পাশাপাশি ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই শান্তি ও উন্নয়নে বিঘ্ন ঘটাতে চায় কিছু ক্ষমতালোভী রাজনৈতিক দলের মোর্চা প্রধান বিএনপি। বিগত সময়ে তারা জ্বালাও, পোড়াও, হত্যা ও জনমনে ত্রাস সৃষ্টির কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন তারা নির্বাচনে যেতে ভয় পায়। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে তারা কফিনে মোড়ানো তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দেশি-বিদেশি ষড়যন্ত্রে অংশ নিয়েছে। তাদের সেই ষড়যন্ত্র বাংলার মাটিতে সফল হবে না।
আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী এ নেতা বিগত সময়কার বিএনপি-জামাত, তত্ত্বাবধায়ক সরকার ও ক্লিন হার্ড অপারেশনের স্বরূপ তুলে ধরেন। আসছে জাতীয় সংসদ নির্বাচনে তরুণ-যুবকদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের ছায়াতলে থেকে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।
রাখালবুরুজ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফরহাদ আকন্দের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, শাখাহার ইউপির সাবেক চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্টু, তালুককানুপুর ইউপির সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মন্ডল আতিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মন্ডল আতিক, রাখালবুরুজ ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র শাহিন আকন্দ, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান মুরাদ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মানজেদুর রহমান লাভলু, রাখালবুরুজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সংগঠনিক সম্পাদক রুহুল আমিন প্রধান নুনু, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাস্টার, কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, শালমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা তাঁতী লীগের সভাপতি ডা. আব্দুল মোমিন শেখ রুবেল, কাউন্সিলর মাজেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম জাফু, যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পীরজাদা আবু সুফিয়ান, যুব মহিলা লীগ নেত্রী আইনুর নাহার সাথী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দু মোহন রায় স্বপন, বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক শ্যামলেন্দু মোহন রায় জিবু,মুক্তার হোসেন সাদ্দাম,বাবুল ইসলাম,রাখালবুরুজ ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তার,সাবেক জেলা ছাত্রলীগ নেতা রাফসান জার্নি সর্ণব, যুবলীগ নেতা আনিসুর রহমান,আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজালাল শেখ শিমুল, খায়রুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সাত্তার আকন্দ, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এনামুল হক মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কাজী হাসিবুর রহমান, রাখালবুরুজ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মমিন আকন্দ,খালেক মাহমুদ সুজন, ফাইয়াজ আনাম সাফিন প্রমুখ।
সমাবেশ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন মিণ্টু বাউল, রায়হান বাউল, আশা (পাগলী)।