মোঃ হাইউল খান>গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সার্জারি ওয়ার্ড থেকে লাবিব নামের ( ১ বছর) ১ শিশুকে বিক্রয়ের উদ্দেশ্যে অপহরণ করার পর অপহৃত শিশুকে উদ্ধার করেছে সদর মেট্রো থানা পুলিশ। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামিদা আক্তার তার দুই ছেলেকে নিয়ে মাঝিরখোলা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত । গত দেড় মাস আগে তার বড় ছেলে হাবিব পায়ে ব্যথা পাওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে থাকা অবস্থায় গেল বুধবার (১লা নভেম্বর) বোরকা পরা অজ্ঞাতনামা এক মহিলা কৌশলে তার সাথে মিশে তার ছোট ছেলে লাবিবকে শহীদ তাজ উদ্দিন আহমদ হাসপাতাল সার্জারী ওয়ার্ড থেকে অপহরণ করে পালিয়ে যায়। পরে তিনি সদর মেট্রো থানায় অপহরণের মামলা করলে পুলিশ দুই নারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপহরণকারী মোসাঃ সুলতানা খাতুন (২৬) পিতা -বুলবুল,, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার বাউশী দশাদার।বর্তমান ঠিকানাঃ সদর থানাধীন ভোড়া এলাকার চৌকিদার বাড়ীর বাসিন্দা। অপরজন ভোলা জেলার মনপুরা থানাধীন হাজীরহাট গ্রামের আনসার মীরের মেয়ে মোসাঃ ফারজানা আক্তার (১৯) তিনি অপহৃত শিশুকে ক্রয়ের জন্য অপহরণকারীর বাসায় অপেক্ষা করছিলেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।