1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০৫ মে ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিন পর মাদ্রাসায় পড়ুয়া শিশুর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

 

শাহারুখ আহমেদঃ

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ৬ দিন পূর্বে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজিপাড়া আদমপুর বাগ এলাকার একটি পুকুর থেকে আরাফাত মিয়া (১১) নামের মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২রা ডিসেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়।

 

আরাফাত মিয়া ভারগাঁও কাজিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় ৪র্থ শ্রেণিতে পড়ত।

জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের ভারগাও কাজিপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আরাফাত মিয়া (১১) স্থানীয় ভারগাঁও এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে। গত ২রা ডিসেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৪ ডিসেম্বর সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার চাচা মানিক মিয়া।

নিখোঁজের ৬ দিন পর শনিবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী আদমপুর বাগ এলাকার স্থানীয় কাশেম মিয়ার পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে নিহত আরাফাতের বাবা দেলোয়ার হোসেন বাদী বিকেলে হয়ে অজ্ঞাতনামা আসামি করে সোনার থানায় হত্যা মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. মহসিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটা একটি হত্যাকান্ড। এ হত্যাকান্ডে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট