1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

তারেক খুনি খালেদা খুনি এরা মানুষ হত্যাকরে মাদারীপুরে- শেখ হাসিনা

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি :
মোঃ বেলায়েত হোসেন।

তারেক খুনি, খালেদা খুনি, এদের কাজেই হলো মানুষ হত্যা করা, বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরোও বলেন জিয়া খুনি, বিএনপি খুনিদের দল। এরা মানুষ পুড়িয়ে মারে। ট্রেনে কোলে শিশুসহ মাকে পুড়িয়ে হত্যা করছে। সেই ঘটনা সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে, কিন্তু তাদের (বিএনপি) নাড়া দেয়নি। এই বিএনপি সন্ত্রাসীর দল। বিএনপির রাজনীতি করার কোন অধিকার নাই। আর জামায়াত ‍যুদ্ধাপরাধীর দল। এদেরও রাজনীতি করার অধিকার নেই। শনিবার ৩০ ডিসেম্বর বিকালে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, জিয়া সব রাষ্ট্রীয় অর্থ সম্পদ দিয়ে কিছু লোককে ধনী তৈরি করে তাদের মাধ্যমে জনগণের ভোট চুরি করে গেছে। পরে সংবিধান লঙ্ঘন করে সেনাপ্রধান ও রাষ্ট্রপতির মতো দুইটা গুরুত্বপূর্ণ পদ বেআইনিভাবে দখল করে রাখ। প্রহসনের নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। পরে রাজনৈতিক কিছু উচ্ছিষ্ট থেকে তৈরি হয় বিএনপি নামের সংগঠন। এবং যারা যুদ্ধাপরাধী ছিল জিয়াউর রহমান তাদের দেশে ফিরিয়ে আনে ও তাদের নিয়েই রাজনীতি করে।প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশের মাথাপিছু আয় ছিল ৯১ মার্কিন ডলার। মাত্র তিন বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাথাপিছু আয় ২৭৭ ডলারে উন্নীত করেন। ১৯৭৫ সালের পরে জিয়াউর রহমানসহ যারাই ক্ষমতায় এসেছে এ দেশের মানুষের আয় তারা বাড়াতে পারেনি। শেখ হাসিনা হাসিনা আরও বলেন, নৌকা হলো নুহ নবীর নৌকা। ভয়ংকর প্রলয় থেকে বাস্তে ঐ সময় সবাই নৌকায় উঠেছিল। আর নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারা অব্যায়হত থাকবে। আপনারা সবাই সজাগ থাকবেন যাহাতে বিএনপি জামাত নির্বাচনের দিন যেন বিশৃঙ্খলা করতে না পারে।
এর আগে সকাল থেকে প্রধানমন্ত্রীকে দেখতে মাদারীপুরের কালকিনিতে জনসভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়। তবে এই উপস্থিতির একটি বড় অংশ ছিল নারী। টানা ১৫ বছর ধরে আওয়ামীলীগ ক্ষমতায় রয়েছে। নারীদের সরকারি বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগের পাশাপাশি সংসদেও কথা বলার জায়গা করে দেওয়ায় আনন্দে আত্মহারা নারী নেত্রীরা। স্লোগানে দলে দলে মাঠে যোগ দেন বিভিন্ন নেতাকর্মীরাও। আওয়ামীলীগ সভাপতিকে কাছে পেয়ে উৎফুল্ল নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বোন শেখ রেহানাও।জনসভাকে ঘিরে কড়া নিরাপত্তায় তৎপর ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ। জনসভায় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের নৌকার প্রার্থী শাজাহান খান, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য মোঃ আনোয়ার হোসেন ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট