সাখাওয়াত হোসেন (তুহিন)
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি, বাইক চুর, ও মাদক মামলার আসামীসহ ১০ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে মুরাদনগর থানা পুলিশ। রবিবার ভোরে মুরাদনগর থানার এস আই আব্দুলহ আল- মামুন ও এ এস আই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে যাবতজীবন সাজা প্রাপ্ত আসামি উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে খোরশেদ আলম ওরফে পেটকাটা খুইশ্যাকে আটক করেন। সে একটি হত্যামামলার যাবত জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
অপরদিকে মুরাদনগর থানার আরেকটি টিম ওসি প্রভাষ চন্দ্রের নির্দেশনায় এস আই মোর্শেদ, শামিম ও মঞ্জু’র রবিবার ভোরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে। মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা হলেন, মুরাদনগর সদরের মৃত ফরিদ মিয়ার ছেলে শাহ আলম, নবীপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে নাজমুল হাসান পাপন, রহিমপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো: হাবিব, পদুয়া গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে জামাল, অনন্তপুর দরিকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে সাইফুল প্রকাশ মিস্টার, কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের নোয়াগাঁও বেপারি বাড়ির সেলিম আহম্মেদের ছেলে কাইয়ুম আহম্মেদ অনিক।
অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই কুসুম, মোরশেদ ও শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কোম্পানিগঞ্জ উত্তর ত্রিশ এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, খলিল সরকার, সাদ্দাম হোসেন ও মো: সুমন। এই সময় গোলাম কিবরিয়া ও জামালসহ তিন জন পালিয়ে যায়।
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, রবিবার ভোরে অভিযান পরিচালনা করে যাবত জীবন সাজা প্রাপ্ত আসামিসহ অন্যান্য মামলার ১০ জন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেন। মুরাদনগর থানার শান্তি শৃঙ্খলার বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।